Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে খামারপাড়া ইউনিয়ন

দিনাজপুর জেলার সর্ব  উত্তরে প্রায় ৫০ কিলোমিটার দূরে আত্রাই নদীর তীর ঘেষেঁ অবস্থিত ৪নং খামারপাড়া ইুনিয়ন। এই ইউনিয়নের উত্তরে ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন,দক্ষিনে ৫নং ভাবকী,পূর্বে ৩ ন আঙ্গারপাড়া এবং পশ্চিমে রয়েছে আত্রাই নদী। অত্র ইউনিয়নের আয়তন প্রায় ১১.৬০ বর্গ কিলোমিটার। এখানে রয়েছে ১০টি মৌজা ও ১০টি গ্রাম। এখানে উল্লেখ্য যে, ইউনিয়ন পরিষদ টি বালাপাড়া মৌজায় অবস্থিত হলেও খামারপাড়া মৌজার নামানুসারেই নাম করণ করা হয় খামারপাড়া ইউনিয়ন পরিষদ।

 

অত্র ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় ২৭ হাজার। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ১৪ হাজার এবং মহিলার সংখ্যা ১৩ হাজার। মোট জনসংখ্যার ৫২% পুরুষ এবং ৪৮% মহিলা রয়েছে। মোট ভোটারের সংখ্যা ১৫২৬৭ জন।

 

অত্র ইউনিয়ন পরিষদের জন্য ৫৪ শতাংশ জমি ২৪৭২,২৪৭৩ এবং ২৪৭৪ দাগে দান করেন। এছাড়া ২৮৪৩ নং দাগে ৭২ শতাংশ জমির পকুর ও পরিষদ ক্রয় করে।

 

১৯৬০ সালে তৎকালীন চেয়ারম্যান জনাব মোঃ ফজির উদ্দিন শাহ্-এর সার্বিক তত্বাবধানে এবং বাবু অতুল চন্দ্র বিশ্বামের দানকৃত সম্পত্তিতে অত্র পরিষদের যাত্রা শুরু হয়। ২০০২ সালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্র্ ভবন নির্মিত হয় নব নির্মিত ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও এখানে রয়েছে  সরকারী অফিস (যেমন-ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পশু সম্পদ অফিস, আনসার ভি.ডি.পি অফিস, কৃষি অফিস ও পল্লী প্রগতি) ও বেসরকারী অফিস (যেমন-প্লান বাংলাদেশ,ল্যাম্ব ।