Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাস্থ্য কর্মসূচি

ক. স্বাস্থ্য কর্মসূচী:

 

ইপিআই কর্মসূচী:

·কর্মসূচীর নাম: সম্প্রসারিত টিকাদান কর্মসূচী

·কর্মসূচী বাস্তবায়নকারী: উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা এবং তাহার আওতাধীন সকল স্বাস্থ্যকর্মী।

·অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী: স্বাস্থ্য ও প. ক. মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

·লক্ষ্যও পদ্ধতি: শিশুদের ০৮টি রোগের বিরুদ্ধে প্রতিরোধ টিকা প্রদান ও ভিটামিন ‘এ’ক্যাপসুল এর মাধ্যমে রাতকানা রোগ ও অপুষ্টি প্রতিরোধ। মায়েদের কে টিটিটিকার মাধ্যমে মা এবং নবজাতক শিশুর ‘টিটেনাস’প্রতিরোধ ব্যবস্থা।মায়েদের-কেভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে মায়েদের এবং নবজাতক শিশুদেরভিটামিন ‘এ’-এর ঘাটতি পুরণ। মূল লক্ষ্য হচ্ছে:শিশু ভোগান্তি এবং মৃত্যুহারকমানো।

·আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠী: ১৫-৪৯ বৎসরের সকল মহিলা এবং ০- ৬০মাসবয়সী সকল শিশু।

 

ই ও সি কর্মসূচী:

·কর্মসূচীর নাম: প্রসুতি সেবা।

·কর্মসূচী বাস্তবায়নকারী: উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তাএবং ই ও সি অন্তর্ভুক্ত হাসপাতালসমূহের ডাক্তার ও নার্স।

·অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী: স্বাস্থ্য ও প. ক. মন্ত্রণালয়, ইউনিসেফ ।

·লক্ষ্য ও পদ্ধতি: নিরাপদ মাতৃত্ব,বিপদমুক্ত ডেলিভারী এবং শিশু ও মাতৃ মৃত্যু হার কমানো।

·আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠী: সকল গর্ভবতী মা।

 

এ আর আই কর্মসূচী:

·কর্মসূচীর নাম: এ আর আই।

·কর্মসূচী বাস্তবায়নকারী: তত্বাবধায়ক/ উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের সকল ডাক্তার,চিকিৎসা সহকারী, ফার্মাসিষ্ট, নার্স ।

·অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী: স্বাস্থ্য ও প. ক. মন্ত্রণালয়, ইউনিসেফ ।

·লক্ষ্যও পদ্ধতি: শিশুদের ‘নিউমোনিয়া’এবং ‘শ্বাসনালী প্রদাহ’জনিত রোগের চিকিৎসা এবং প্রকোপ কমানো।

·আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠী: সকল শিশু।

খ. সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়া অধিকার সংরক্ষণ করেন:

 

১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

২. ডায়রিয়া রোগীদের জন্য ও আরএস সরবরাহ করা হয়।

৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়জনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।

৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয় এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।

৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।

৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয় হয়।

৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমপরিচালনা করা হয়।

৮. প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।

৯. আগত রোগী ও তাদের আত্মীয়-স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।

১০. উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।

১১. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকে ক্রয় করতে হতে পারে।

১২. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা

টানানো আছে।