আগামী ২৪/০৯/২০১৪ খ্রিঃ তারিখে নিম্নবর্ণিত সভাসমূহ পার্শ্বে উল্লিখিত সময়সূচি অনুযায়ী উপজেলা পরিষদ সভাকক্ষ, খানসামায় অনুষ্ঠিত হবে।
ক্রমিক নং | সভা | সময় |
০১ | উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা | বেলা- ৯.৩০ টা। |
০২ | নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর স্থিতিশীল ও যৌক্তিক পর্যায়ে রাখা এবং সরবরাহ নিশ্চিতকরণ সম্পর্কিত উপজেলা কমিটির সভা | বেলা- ৯.৪৫ টা। |
০৩ | ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ভবন বরাদ্দ কমিটির সভা | বেলা- ১০.০০ টা |
০৪ | উপজেলা আইসিটি কমিটির সভা | বেলা- ১০.১৫ টা |
০৫ | ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম বিষয়ক উদ্যোক্তাদের সাথে মাসিক সভা | বেলা-১০.৩০ টা। |
০৬ | উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা | বেলা- ১০.৪৫ টা |
০৭ | পবিত্র ঈদ-উল-আযহা উদ্যাপন সংক্রান্ত বিশেষ সভা | বেলা- ১১.৪৫ টা |
০৮ | শারদীয় দুর্গাপূজা উদ্যাপন সংক্রান্ত বিশেষ সভা | বেলা- ১২.০০ টা |
০২। এমতাবস্থায়, বর্ণিত সভায় যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
(মোঃ শাহীনুর আলম)
উপজেলা নির্বাহী অফিসার
খানসামা, দিনাজপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস